সনাতন ধর্মাবম্বীদের কালীপূজা ও দীপাবলি উপলক্ষে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ইন্দো-বাংলা এক্সপোর্টার ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বন্ধের বিষয়টি জানিয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কতৃপক্ষ। আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, পুজা উপলক্ষে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
উল্লেখ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, সিমেন্ট,পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।