অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

0
103

কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। যাত্রাবাড়ী, তেজগাঁও, মগবাজার, ইস্কাটন, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য।

এদিন সকাল থেকে আকাশে মেঘলা ভাব ছিল। সূর্যের সেই চেনা রূপ দেখা যায়নি। এরপরই দেখা মেলে স্বস্তির বৃষ্টির।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা নয়, আজ দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, গত কয়েক দিনের তীব্র গরম আর লোডশেডিংয়ে নাকাল জনজীবন। এ অবস্থায় বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানুষ বিশেষ নামাজ (সালাতুল ইস্তিখারা) আদায় ও দোয়া মোনাজাত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here