শ্রীলঙ্কায় শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল-জলকামান

0
80

সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া শিক্ষার্থী ও কর্মীদের মুক্তির দাবিতে শ্রীলঙ্কায় রাজধানী কলম্বোতে বিক্ষোভ করেছেন শতশত শিক্ষার্থী। তবে তাদের ওপর টিয়ারশেল ছুড়েছে এবং জলকামান ব্যবহার করেছে পুলিশ।

বুধবার বিক্ষোভকারীরা বলেন, শিক্ষার্থী ও কর্মীকে কারাদণ্ড দেওয়া রাজনৈতিক নিপীড়নের সমান।  আল জাজিরার সাংবাদিক মিনেলে ফার্নান্দেজ কলম্বোর উপকণ্ঠ থেকে জানান, ছাত্রদের ওপর টিয়ার গ্যাসের ক্যানিস্টার ও জলকামান নিক্ষেপ করা হয়।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছেন- সরকারের এই ধরনের দমন-পীড়ন তাদের দমিয়ে রাখতে পারবে না।

ফার্নান্দেজ লাইভে থাকার সময় তিনি এবং আল জাজিরার ক্যামেরাপারসনও জলকামানের শিকার হন।  

গত বছর কয়েক মাসব্যাপী নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী হয়েছিল শ্রীলঙ্কা। দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের কারণে ছড়িয়ে পড়েছিল এই বিক্ষোভ।

২২ মিলিয়ন জনগোষ্ঠীর দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যাপক বিক্ষোভে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে যান। পরে অবশ্য তিনি আবার দেশে ফিরে আসেন। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here