কলকাতার অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার এখন ঢাকায়

0
115

ঢাকায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতার ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডের হ্যাভেলি সেন্টারের তৃতীয় তলায় এই ইনফরমেশন সেন্টার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল ভারতের পূর্বাঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রানা দাশগুপ্ত। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওক হেলথকেয়ারের সিইও এম এম মাসুমুজ্জামান।

অনুষ্ঠানে রানা দাশগুপ্ত বলেন, ‘বাংলাদেশের রোগীদের সেবা ও সহযোগিতায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের যেকোনো ধরনের তথ্য এখন ঢাকা বসুন্ধরার এই ইনফরমেশন সেন্টার থেকেই পাওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘ভিডিও কল, টেলিকনফারেন্সসহ প্রাথমিক সব চিকিৎসা সুবিধা বাংলাদেশি রোগীদের নাগালের মধ্যেই এনে দেবে এই ইনফরমেশন সেন্টার। ফলে চিকিৎসাপ্রার্থীরা পূর্বেই একটি প্রস্তুতি নিয়ে যেতে পারবেন। এ ছাড়া চিকিৎসাক্ষেত্রে যাবতীয় সার্বিক সহযোগিতা বিনা মূল্যে প্রদান করা হবে।

এ ছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা, রংপুর ও বরিশালে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল কলকাতার ইনফরমেশন সেন্টার রয়েছে। যা সিওক হেলথকেয়ারের মাধ্যমে পরিচালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here