ছাঁয়া মানবী

0
110

একটা অশরীরী ছাঁয়া আমার চারপাশে ঘুরে বেড়ায়। শত চেষ্টা করেও তাঁড়াতে পারিনি তাকে। কখনো ধোঁয়াশা আবার কখনো জমাট বাধা গোলক হয়ে আমার আশে পাশে থাকে। আমি যেখানে যাই যত দূরে, দিনে কিংবা রাতে।

আমি অশরীরীর পরিচয় জানিনা। অশরীরীকে প্রশ্ন করতেই বলে-
……আমার শরীরী অবয়ব নেই।
…….নেই কেন?
…….নষ্ট হয়ে গেছে।
……..কিভাবে?
…….. সরল বিশ্বাস ভেঙ্গেছিলাম। তাই আমার শরীর নেই।
……বিশ্বাস ভাঙ্গার সাথে শরীরের কি সম্পর্ক?
…….প্রতারনা করেছিলাম। ফলাফলে শরীর পঁচে গেছে। শরীরীরুপ কাউকে দেখাইনা। শরীর নিয়ে তোমার কাছে আসতে ঘৃনা হয়।

আমি আর কথা বাড়াইনা। কারন দেহহীনের সাথে কথা বলতে ইচ্ছে করেনা। এই ধোয়াসার কবলে পড়ে আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমার সাজানো ইচ্ছে গুলো চরম অনিচ্ছায় ভেসে যাচ্ছে। অশরীরীর মায়ায় পড়ে চরম অনীহায় মেতেছি। সব কিছুই রুচিহীন বেস্বাদ।

এত দুরব্যবহারের পরেও দুর হয়না এই মায়ার ধোয়াসা। তাই অশরীরির মন খারাপ। ও আমায় প্রশ্ন করে।
—- তুমি আমায় সহ্য করতে পারোনা কেন?
—–তোমার কারনে আমার উপর ধবংশের পাহাড় নেমে এসেছে।
——আমি তোমার কি ক্ষতি করেছি?
——- বাকি রেখোছো কি? আমার সব ইচ্ছেগুলোকে মেরে ফেলেছো তুমি। তুমি চলে যাও। তোমাকে দেখলে আমার গায়ে আগুন ধরে যায়। চলে যাও আর কোন দিন আসবেনা আমার কাছে। তাছাড়া তুমিতো আমার কেউ নও…….

অশরীরী আর কথা বাড়ায় না। কিছুক্ষন চুপ মেরে থাকে ধোঁয়াশার কুন্ডলী পাকিয়ে। ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে। খানিকটা লম্বা হয়ে একটু দূরে সরে যায়। আমি খুশি হই। অশরীরি ধোঁয়াশা বাতাসে মিলিয়ে যায়। আমি স্বস্তির শ্বাস ফেলি।

হঠাৎ পেছন থেকে খিলখিল করে হেসে ওঠে কেউ। ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখি কালচে ধোঁয়াসার জমাট বাঁধা একটা মানবী দাঁড়িয়ে…….

হাসির শব্দে দুলে ওঠে চারদিক। পাখির চেচামেচি থেমে যায়। গাছের পাতার ফিসফিসানী বন্ধ হয়।। বয়ে চলা বাতাস অলসতায় দাঁড়িয়ে যায় কিছুক্ষন।

অশরীরী মানবীর হাসি থেমে যায়। শব্দ শুরু করে গাছের পাতারা। বাতাস চলতে শুরু করে শূন্যতার অনু ভেদ করে।

ধরা গলায় গভীর অপরাধবোধ নিয়ে বলতে থাকে। দেহহীন ধোঁয়াশে মানবী………
—–আমি চলে যাচ্ছি। তবে আবার আসবো। তোমার জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যাবো, তোমার চারিপাশে প্রতিক্ষন, প্রতি মূহুর্তে।
আমার থেকে কোন দিন মুক্তি পাবেনা তুমি। কোন দিন না, কোন দিন না, না, না, না,…..
বলতে বলতে শূন্যে মিলিয়ে যায় অচেনা অশরীরী ছাঁয়া মানবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here