ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে ভারতে ৭ জনের মৃত্যু

0
77

ভারতে এরইমধ্যে ঘূর্ণিঝড় বিপর্যয়ের তাণ্ডব শুরু হয়েছে। ঘূর্ণিঝড়গত কারণে এরই মধ্যে মুম্বাই ও গুজরাটে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় জুহু সৈকতে চার বালক ডুবে যায়। তারা আরব সাগরে যাত্রা করেছিল। এরইমধ্যে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে সাগর উত্তাল থাকায় জেলেদের আরব সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।জানা গেছে, আরব সাগরের উত্তাল ঢেউয়ের সাথে প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাস গুজরাটের উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে গাছ উপড়ে পড়ে দেয়াল ধসে কুচ জেলায় দুই শিশু মারা গছে। আরেক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে উপড়ে পড়া গাছ চাপায়। এতে তার স্বামীও আহত হয়েছেন।


সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here