চট্টগ্রামে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগ।
বৃহস্পতিবার দুপুরে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মিছিল করে যুব মহিলা লীগ।যুব মহিলা লীগের সমাবেশ থেকে নেতৃবৃন্দ সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জাতীয়তাবাদী সন্ত্রাসীদের হুশিয়ার করে নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
বিএনপি আমাদের ইতিহাস, ঐতিহ্য কোনটাই মানে না অভিযোগ করে শারমিন সুলতানা বলেন, মির্জা ফখরুলরা তার দলের তরুণদের হাতে কলমে সন্ত্রাস শিক্ষা দিচ্ছে। এসব কার্যক্রমের দাঁতভাঙা জবাব যুব মহিলা লীগ দিতে জানে।
কর্মসূচিতে যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর যুব মহিলা লীগ উত্তর ও দক্ষিণের সকল ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা যোগ দেন। সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নির্দেশ দেওয়া হয়।