উগান্ডার স্কুলে সন্ত্রাসী হামলা, নিহত ৪০

0
69

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইএস ঘনিষ্ঠ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

আহতদের মধ্যে আট জনের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মধ্যে স্কুলের ডরমেটরিতে থাকা বালকরাও রয়েছে। কঙ্গোভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সকে শুক্রবারের এই হামলার জন্য দোষারোপ করা হচ্ছে। 

উগান্ডা পুলিশের মুখপাত্র ফ্রেড ইনানগা জানিয়েছেন, মরদেহগুলো স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে দেশটির পশ্চিমের জেলা কাসেসের স্কুলটিতে ওই হামলা চালানো হয়। সেখানে মোট ৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করতো। তাদের অধিকাংশই স্কুলের ছাত্রাবাসে বসবাস করতো। 

সন্ত্রাসীরা স্কুলটির ছাত্রাবাস, খাদ্য সংরক্ষণাগার পুড়িয়ে দেয় এবং লুটপাট চালায়। এছাড়াও স্কুলটির মেয়ে শিক্ষার্থীদের কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে গোষ্ঠীটি। 


সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here