রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ইভিএম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে ফলাফল যাই হোক মেনে নেবেন তিনি।
বুধবার (২১ জুন) নগরীর আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর জাপা মেয়র প্রার্থী এসব কথা জানান।
তিনি বলেন, ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি হচ্ছে। মানুষ কষ্ট পাচ্ছে। গরমে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি বরাবরই বলে এসেছি ইভিএম সন্তোষজনক কিছু না।
স্বপন আরও বলেন, ভোটারদের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। খেলতে যখন নেমেছি মাঠ ছেড়ে যাবো না। শেষ পর্যন্ত থাকবো। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেবো।
এর আগে সকাল ১০টার দিকে তিনি এ কেন্দ্রে আসেন। এ সময় তিনি কেন্দ্র পরিদর্শন করেন ও ভোটারদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নিজের ভোট দেন। এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।