আনোয়ারুজ্জামানকে সেবক হয়ে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
79
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সপরিবারে আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটের উন্নয়নে নগরবাসীর সেবক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে গণভবনে সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আনোয়ারুজ্জামানকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা ও কাজ শুরুর পরামর্শ দিয়েছেন। আমি এই নির্দেশ মেনে কাজ শুরু করবো।’

সাক্ষাতকালে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন তার সহধর্মিনী হলি চৌধুরী ও তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।

গত ২১ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকায় ভোট পড়ে ১ লাখ ১৯ হাজার ৯৯১। এর বিপরীতে নজরুল ইসলামের বাবুল ৫০ হাজার ৮৬২ ভোট পেয়েছেন। প্রায় ৬৯ হাজার ভোটের ব্যবধানে তিনি মেয়র নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here