১০ টাকায় ব্যাগভর্তি ঈদ বাজার

0
69

প্রতি টেবিলের পাশে দাঁড়ানো দুজন শিক্ষার্থী। কিন্তু কেউ কোন কিছু ধরছে না। এর এক মাথায় ১০ টাকা দিয়ে একটি ব্যাগ নিয়ে নিজ হাতে থরে থরে সাজানো পণ্যেগুলো তুলে নিচ্ছেন ৫০ বছর বয়সী মমতাজ উদ্দিন। মাত্র দুই মিনিটেই ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজার করলেন তিনি। তেমনি রংপুরের পীরগাছায় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকায় ব্যাগ ভর্তি ঈদ বাজার তুলে দিয়েছে উত্তরবঙ্গের স্বেচ্ছাসেবী সংগঠন চলো স্বপ্ন ছুঁই।

রবিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম নটাবাড়ি হাফেজ উদ্দিন শিশু সদন ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে চলো স্বপ্ন ছুঁই নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১০ টাকায় ৯টি পণ্য দেয়া হয়। ছিন্নমূলের সুপার শপ ১০ টাকায় ঈদ বাজার নামক প্রকল্প বাস্তবায়নে প্রতিটি পণ্যের মধ্যে ২ টাকায় তেল ছাড়াও চাল, ডাল, গরুর মাংস, চিনি, আলু, মসলা, লবন ও পিয়াজ এক টাকার বিনিময়ে দেয়া হয়েছে। ১০০ জনকে এইসব পণ্য দেয়া হয়। চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা মোঃ মুহতাসিম আবশাদ জিসান বলেন, সমাজের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যেসব পরিবার মানুষের কাছে হাত পেতে সহযোগিতা নিতে পারেন না, তারা যেনো উৎসবমুখর পরিবেশে ঈদ বাজার করতে পারেন সেজন্য আজকে আমাদের এই আয়োজন। অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে হাসি ফোটানেই আমাদের মূল উদ্দেশ্যে। আমরা চাই সমাজের বিত্তবান ব্যক্তিরা এভাবে এগিয়ে আসুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here