রামগড়ে বিজিবি অভিযানে ভারতীয় মদ ও অবৈধ ফার্নিচার জব্দ

0
68

আবু রাসেল সুমন খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি) জোয়ানেরা দুটি অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ও অবৈধ ফার্নিচার জব্দ করেছে।

রবিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভোর রাতে বাগান বাজারের বরই বাগান এলাকায় চোরাচালানের একটি চালান আসছে,বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি চৌকস টহল অভিযান পরিচালনা করেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে তাৎক্ষণিক পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা।

অন্যদিকে, সকালে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হেয়াকো বিওপির মুসলিমপুর স্থানে রাতে নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পৃথক আরো একটি অভিযানে একটি ওয়ারড্রপ, আটটি বক্স খাট, ছয়টি কাঠের চেয়ার এবং একটি ডাইনিং টেবিলসহ বিভিন্ন প্রকার ফার্নিচার জব্দ করা হয়। আটককৃত বিভিন্ন প্রকার ফার্নিচার হেয়াকো বন বিট অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ডারগার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here