ময়মনসিংহের তারাকান্দায় প্রতিবেশীর গরু ধানের চারা খাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে সুরুজ আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের মারুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মারুয়াকান্দি গ্রামের আন্তাজ আলীর সন্তান।
জানা যায়, কৃষক সুরুজ আলীর ভাতিজা রিপন মিয়ার ক্ষেতের ধান খেয়ে যায় প্রতিবেশী বাতেন সরকারের গরু। রিপন মিয়া বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাতেন সরকারের লোকজন। এর প্রতিবাদ করলে রিপনের মায়ের ওপর হামলা করে তারা। এ সময় সুরুজ আলী আহতদের বাঁচাতে ঘটনাস্থলে গেলে তাকে কুপিয়ে জখম করে তারা। মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার, তারাকান্দা থানার ওসি আবুল খায়েরসহ অনেকে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।