গভীর রাতে মরিচের আড়তে অভিযান, জরিমানা লাখ টাকা

0
84

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাঁচা মরিচের মূল্য তদারকি করতে গভীর রাতে রাজধানী ঢাকার তিনটি আড়তে অভিযান পরিচালনা করেছে। বুধবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অধিদপ্তরের দু’টি টিম কারওয়ান বাজার, যাত্রাবাড়ী কাঁচা বাজার ও যাত্রাবাড়ী থ্রি স্টার সবজি বাজার এলাকায় এই তদারকি কার্যক্রম পরিচালনা করে।

অভিযানে ঢাকা এসব বাজারের কাঁচা মরিচের আড়তে পাইকারি বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। এ সময় এক ঘণ্টার ব্যবধানে কাঁচা মরিচের পাইকারি মূল্য ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয়ের ক্যাশ মেমো ঠিকমতো না দেওয়ায় কারওয়ান বাজারের দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।কারওয়ান বাজারের অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও যাত্রাবাড়ীর দু’টি বাজারের অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মাগফুর রহমান। ভোক্তা অধিকার রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here