ভারতের উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির কারণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দিল্লি, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব ও জম্মু কাশ্মীরে আরো ভারী বর্ষণ হবে। বৃষ্টিতে ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে ট্র্যাফিক জ্যাম দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা ১৯৮২ সালের পর জুলাই মাসে একদিনে দিল্লির সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
বৃষ্টির কারণে আগামীকাল সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দিল্লি প্রশাসন।
সূত্র: এনডিটিভি