২ কোটি ৩০ লাখ মাইল বিমান ভ্রমণ করে তোপের মুখে তিনি

0
64

তিন দশকে ২৩ মিলিয়ন মাইল (২ কোটি ৩০ লাখ) বিমান ভ্রমণ করেছেন আমেরিকার ধনকুবের টম স্টাকার। যা হিসেব অনুযায়ী ৪৮ বার চাঁদে আসা যাওয়ার সমান। 

বিশ্বের সর্বোচ্চ বিমান ভ্রমণ করা যাত্রীদের তালিকার শীর্ষেই আছেন স্টাকার। ভ্রমণ হিসেবে তার ৬৯ বছরের জীবেনর তিন ভাগের এক ভাগই বিমান ও বিমানবন্দরে কাটিয়েছেন।নিউ জার্সির এই ব্যবসায়ী  গড়ে বছরে ৯৯৪,০০০ মাইল বিমান ভ্রমণ করেছেন। কেবল ২০১৯ সালেই তিনি ১৫ লাখ মাইল বিমান ভ্রমণ করেছেন। তবে এবার সুবোধ ফিরেছে। স্টাকার বলেছেন, ‌‘আমি আর কখনো এমনটা করবো না।’ 

তিনি ব্যবসায়িক কারণে ইউনাইটেড এয়ারলাইন্স থেকে ১৯৯০ সালে আজীবনের জন্য ২৯০,০০০ ডলারের বিমান ভ্রমণের পাস কিনেছিলেন। 

এই পাস কেনার পর সপ্তাহে গড়ে ২২ হাজার মাইল ভ্রমণ করেছেন স্টাকার। বছরে গড়ে ২০ বার অস্ট্রেলিয়া সফর করেছেন।

তবে তার এই কাজ অনেকেই ভালোভাবে নেননি। অনেকে বলছেন বিশ্ব উষ্ণায়নের জন্য তিনি অনেকটা দায়ী। স্টাকার বলেছেন, ‘সম্প্রতি একজন কমেন্টে বলেছেন, তার প্রত্যাশা আমি ও আমার পরিবারের সবাই যেনো কার্বনজনিত কারণে মারা যাই।’ 

সূত্র: খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here