সারাদেশে ডেঙ্গুতে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

0
331

নভেম্বর মাসের প্রথম আট দিনে সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছে। এর মধ্যে  সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। আর এই আট দিনে ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৭৪ জন। বুধবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ   ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু-আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৪ জনে।

এতে আরও বলা হয়েছে, ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪৫৯ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন মোট ১ হাজার ২২৯ জন। গত আট দিনের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, ১ নভেম্বর ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৯৮৩ জন। এরপর ২ নভেম্বর ১০৯৪ জন, ৩ নভেম্বর ৮৮২ জন, ৪ নভেম্বর ৪২৮ জন, ৫ নভেম্বর ৭৮৮ জন, ৬ নভেম্বর ৯০৮ জন, ৭ নভেম্বর ৮৭৫ জন এবং ৮ নভেম্বর ৮২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এদিকে, গত ১ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৭ জন। এরপর ২ নভেম্বর ৪ জন, ৩ নভেম্বর ৯, ৪ নভেম্বর ১, ৫ নভেম্বর ৫, ৬ নভেম্বর ৩, ৭ নভেম্বর ৭, ৮ নভেম্বর ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৯ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৫৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ২৬৭ জন ডেঙ্গু-আক্রান্ত রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here