রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান বেড়িবাদ থেকে শীর্ষ ছিনতাইকারী জহুরুল ইসলাম ওরফে কালা জহিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার(১৩ জুলাই)মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম ওরফে কালা জহির মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে আসছিল। ছিনতাইয়ের পাশাপাশি সে মাদকের ব্যবসাও করে। সে বিভিন্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের পরিচয় দিয়ে চাঁদাবাজিও করতো। শ্যামলীর ইডেন অটোস মোটরসাইকেল শোরুমে ডাকাতি ঘটনায় র্যাবের হাতেও গ্রেপ্তার হয় জহুরুল ইসলাম ওরফে কালা জহিরসহ দলের অন্যান্যরা।দুদিন আগেও চন্দ্রিমা উদ্যানে ছিনতাইয়ের ঘটে। সেই ছিনতাইয়ের ঘটনা ঘটায় এই কালা জহির বাহিনী। মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই,চাঁদাবাজি করে আসছিল।
অভিযান পরিচালনাকারী ও মামলার বাদী মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই)মো. আব্দুর রশিদ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জহুরুল ইসলাম ওরফে কালা জহির ছিনতাইয়ের উদ্দেশ্যে চাঁদ উদ্যান বেড়িবাদ এলাকায় অবস্থান করছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে জহুরুল ইসলাম ওরফে কালা জহিরকে আটক করি। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। সে মোহাম্মদপুর সহ আশপাশের এলাকায় শীর্ষ ছিনতাইকারী, চাঁদাবাজি ও ডাকাতির সাথে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান বেড়িবাদ এলাকা হতে জহুরুল ইসলাম ওরফে কালা জহিরকে দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল ও ২০০ গ্রাম হিরোইনসহ শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।তার নামে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই,ডাকাতি, চাঁদাবাজি সহ ২০-২৫টি মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী নবী গ্রুপের সদস্য। এ ঘটনা তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
এসএএ/