খাগড়াছড়িতে যৌতুক মামলায় এক ব্যক্তির ২ বছরের কারাদণ্ড

0
92

আবু রাসেল সুমন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়িতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ইকবাল আহম্মেদ ভুঁইয়া নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭জুলাই) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আজিজুল হক এ রায় দেন। দন্ডপ্রাপ্ত ওই আসামি ইকবাল আহম্মেদ ভুঁইয়া পলাতক রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার জোড়পুকুরিয়ার স্হানীয় বাসিন্দা ইকবাল আহম্মেদ ভূইয়ার সাথে মাটিরাঙ্গা উপজেলার মেয়ে শাহেনা আক্তারের ২০০৭ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী শাহেনা আক্তারের উপর যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন করে আসছিলেন ইকবাল।

সর্বশেষ ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি ইকবাল যৌতুকের জন্য স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে তাকে মারধর ও নির্যাতন করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১১ মার্চ আদালতে মামলা করেন। ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here