মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২৪ জুলাই) ভোরে লৌহজং উপজেলার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
গ্রেপ্তারকৃতরা হলেন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার আমীর মো. আনিসুর রহমান ও মাহমুদ। বাকি আরেকজনের নাম নিশ্চিত করা যায়নি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া জঙ্গি সংগঠনের সদস্যরা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবস্থান করে তাদের কার্যক্রম চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় ওই সংগঠনের আমিরসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে জঙ্গি সংগঠনের সদস্যরা র্যাবের হেফাজত রয়েছে।