ডেঙ্গুতে আক্রান্তের নতুন রেকর্ড, মৃত্যু বেড়ে ৩১৩

0
67

চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৩ বছরের ইতিহাসে এ বছর রোগটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনকে নিয়ে সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ৩১৩-এ। একই সময়ে আরও ২ হাজার ৭৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন; যা এক দিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩০ জুলাই এক দিনে দুই হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হন।

রোববার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। তাদের মধ্যে ঢাকা সিটির বাসিন্দা ১ হাজার ৭৮ ও ঢাকার বাইরের ১ হাজার ৬৮৬ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে সাতজন ঢাকা সিটি এবং অপর তিনজন ঢাকার বাইরের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫ হাজার ৬০১ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩১ হাজার ১৩১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০ হাজার ৭৪৮ এবং ঢাকার বাইরের ২৬ হাজার ৩২৪ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here