চার জেলায় ২ দিন বন্ধ থাকবে হাইস্কুল-কলেজ

0
81

বৈরী আবহাওয়ার কারণে দেশে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ঘটনা ঘটেছে। এতে জলবদ্ধতা তৈরি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও‌ বান্দরবান জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (৯ আগস্ট) থেকে বন্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাতে আদেশটি প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যার পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ওই চার জেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ৯ ও ১০ আগস্ট বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীতে গতকাল স্কুল ও কলেজ বন্ধ ছিল। এবার বন্যাদুর্গত চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের হাইস্কুল ও কলেজগুলো বুধবার ও বৃহস্পতিবার বন্ধ রাখার ঘোষণা দিল মাউশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here