ঢাকা: রাজধানী ঢাকাসহ এর আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যাল্যার্টস সিস্টেমের বরাত দিয়ে গুগল জানিয়েছে, রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প হয়।
আবহাওয়াবিদ মো. জহিরুল জানিয়েছেন, মাঝারি ধরনের এই ভূমিকম্পের উপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ২৪১ কিলোমিটার উত্তর-পূর্বে আসামে।
ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভুটানে অনুভূত হয়।