রাজধানীতে পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে ধরা খেলেন যুবক, ছাত্রলীগ পরিচয়ে পেলেন ছাড়া।

0
78

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আটকের আট ঘণ্টা পর দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটক হওয়ার পর ফেরদৌস হাওলাদার নামের এক ব্যাক্তি রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সহসভাপতি পরিচয় দিয়েছেন। শাকিল আহম্মেদ নামের অন্যজন নিজেকে কোতোয়ালি থানা ছাত্রলীগের সহসভাপতি পদপ্রত্যাশী বলে জানিয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশের সিদ্দিক মাস্টারের ঢাল থেকে তাঁদের আটক করার কথা জানায় হাতিরঝিল থানা-পুলিশ। আজ শনিবার সকাল ১০টায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

একজন ভুক্তভোগী বলেন, শুক্রবার দিবাগত রাতে মোটরসাইকেলে করে হাতিরঝিল হয়ে বাসায় ফিরছিলেন তিনিসহ দুজন। রাত দুইটার দিকে সিদ্দিক মাস্টারের ঢাল এলাকায় আসার পর দুই ব্যক্তি ইশারা দিয়ে তাঁদের মোটরসাইকেল থামান। তারপর ‘কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন’—এসব প্রশ্ন শুরু করেন। তাঁদের আচরণ ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো। একপর্যায়ে তাঁদের শরীর তল্লাশি করে মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে হঠাৎ পুলিশের কয়েকজন সদস্য এসে পুরো ঘটনা শুনে ওই দুই ব্যক্তিকে আটক করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here