ভারত যাবে দুদকের দল পি কে হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য

0
66

পি কে হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতে তদন্ত দল পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেখানে বিচার শেষ না হলে তাঁকে দেশে ফেরানো যাবে না বলে মনে করছেন দুদকের তদন্ত বিভাগের কমিশনার জহুরুল হক। এদিকে তাঁর বক্তব্য ছাড়া দুদকের মামলার তদন্তও সম্পূর্ণ হবে না বলছেন কমিশনার। তাই তাঁর বক্তব্য নিতে পশ্চিমবঙ্গে যাবে ২ থেকে ৩ সদস্যের একটি দল।

দেশে অর্থ কেলেঙ্কারির ইতিহাসে আলোচিত নাম পি কে হালদার। সর্বোচ্চ ১৫ হাজার কোটি টাকার মতো আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আসলে সেই টাকার পরিমাণ কত এবং এর মধ্যে কত টাকা বিদেশে পাচার করেছেন তা নিয়ে রয়েছে বিতর্ক। তবে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মাসতের অভিযোগে তাঁকে প্রধান আসামি করে পুরো চক্রের বিরুদ্ধে ৫২টি মামলা করেছে দুদক।

দুদক কমিশনার জহুরুল হক বলেন, পি কে হালদারের বক্তব্য ছাড়া দুদকের মামলার তদন্তও শেষ করা যাবে না। তাই তাঁর বক্তব্য নিতে ২ থেকে ৩ সদস্যের তদন্তদল পাঠানো হবে পশ্চিমবঙ্গে।

পি কে হালদারের বক্তব্য নেওয়া গেলে বেশ কিছু টাকা উদ্ধার করা যাবে বলেও আশা দুদকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here