উৎপাদন ভালো হওয়ায় এ বছর চাল আমদানি করতে হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
আজ দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে রূপান্তর: কাজী এম বদরুদ্দোজার অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, এখন বাজারে চালের দাম নিম্নগামী। অথচ অন্য বছরে এ সময় দাম বাড়তির দিকে থাকে।
কৃষিমন্ত্রী আরও বলেন, ২০০৩-২০০৪ সালে দেশের মানুষ খাদ্যের অভাবে মারা পর্যন্ত গেছে। অথচ এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামীতে কৃষি আরও চ্যালেঞ্জের মুখে পড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, বায়োটেকনোলজির মাধ্যমে কৃষিতে উৎপাদন বাড়াতে হবে।