এ বছর চাল আমদানির প্রয়োজন হবে না, উৎপাদন ভালো : কৃষিমন্ত্রী

0
130

উৎপাদন ভালো হওয়ায় এ বছর চাল আমদানি করতে হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।

আজ দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে রূপান্তর: কাজী এম বদরুদ্দোজার অবদান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, এখন বাজারে চালের দাম নিম্নগামী। অথচ অন্য বছরে এ সময় দাম বাড়তির দিকে থাকে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ২০০৩-২০০৪ সালে দেশের মানুষ খাদ্যের অভাবে মারা পর্যন্ত গেছে। অথচ এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামীতে কৃষি আরও চ্যালেঞ্জের মুখে পড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, বায়োটেকনোলজির মাধ্যমে কৃষিতে উৎপাদন বাড়াতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here