দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে বের হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমাকে ডেকেছে তাই এসেছি। আমি কোনো অপরাধ করিনি, শঙ্কিত কেন হবো? এটা লিগ্যাল বিষয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে আইনজীবীদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো দুদক কার্যালয়ে হাজির হন ড. ইউনূস। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের তদন্ত দল। এক ঘণ্টা ২০ মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর বের হয়ে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ইউনূস এ কথা বলেন। যদিও তিনি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। সার্বিক বিষয়ে জানতে আইনজীবীর সাথে কথা বলতে পরামর্শ দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।
জিজ্ঞাসাবাদ শেষে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলা মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে করা। যা হয়েছে আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হয়েছে। পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।