প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ত্রান সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

0
58

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গাজা উপত্যকার যুদ্ধ-বিধ্বস্ত মানুষের জন্য মানবিক সহায়তার ত্রাণের প্রথম কিস্তি সোমবার বিকেলে ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সহায়তার ব্যবস্থা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অনুষ্ঠানে ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে ত্রাণসামগ্রীর একটি প্রতিনিধিত্বমূলক বাক্স হস্তান্তর করেন।

মানবিক সহায়তার মধ্যে রয়েছে শুকনো খাবারের আইটেম, শুকনো কেক বিস্কুট জরুরি চিকিৎসাসামগ্রী নারী ও শিশুদের জন্য স্যানিটারি আইটেম। চালানের প্রথম কিস্তিতে ৫৮৭ কেজি ত্রাণসামগ্রী রয়েছে যা ইজিপ্ট এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটের মাধ্যমে মিশরের কায়রোতে পাঠানো হচ্ছে।

এদিকে হামাস–ইসরায়েল সংঘাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে সংঘাতে এ পর্যন্ত ১৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। বন্ধ করতে হয়েছে ৩২টি হাসপাতাল। বোমার কারণে ধ্বংস হয়েছে অনেক ভবন। এর নিচে চাপা পড়ে আছে ১ হাজার ৫০০ মানুষ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here