দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

0
57

দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। পূজা-আরাধনায় দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানান ভক্তরা। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনে একইসঙ্গে আজ আনন্দ আর বেদনার সুর।

মহালয়ার মধ্য দিয়ে যে দেবীপক্ষের সূচনা, বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি। দুর্গতিনাশিনী দেবীর সন্তুষ্টি লাভে, টানা পাঁচ দিন পূজা-অর্চনা-আরাধনায় কাটে হিন্দু ধর্মানুসারীদের।

মণ্ডপে মণ্ডপে চলে নানা আয়োজন। শারদীয় উৎসবের রং ছড়িয়ে পড়ে সবখানে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিজয়া দশমীর সকাল শুরু হয় বিহিত পূজায়। এরপর শুরু হয় দর্পণ ও বিসর্জন পর্বের আনুষ্ঠানিকতা।

এই দিনেই পরাজিত হয়েছিল অশুভ শক্তি। সমস্ত অকল্যাণ বধে তাই দেবীর কাছে চলে প্রার্থনা।

আনন্দের আবাহনে মাতৃরূপে ভক্তদের দুয়ারে এসেছিলেন দেবী দুর্গা। বিদায়ের কালে তাই বেদনার সুর মন্দিরে-মণ্ডপে।

বিদায় জানাতে আসা এক ভক্ত বলেন, ‘দেবী পিতৃগৃহে এসেছিলেন। এসে দেখলেন যে, সবাই ভালো আছে। সব ভালো দেখে সন্তুষ্ট চিত্তে মা ফিরে যাচ্ছেন স্বামীর গৃহে। খুবই কষ্ট লাগে যে মা এসেছেন। তিন চারদিন থাকেন তারপর চলে যান। মা সবসময় আমাদের মঙ্গল করুন।

উলুধ্বনি, শঙ্খ আর ঢাক–ঢোলের বাজনায় বিদায়ের মুহূর্তকে রাঙাতে রং আর সিঁদুর খেলায় মাতেন ভক্ত-দর্শনার্থীরা। শেষদিনে দেবালয় থেকে কৈলাশে ফেরেন দুর্গা। এবারের যাত্রায় দেবীর বাহন ঘোড়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here