এদিন নির্বাচনের আগে দেশের পট পরিবর্তনের শঙ্কা নিয়ে মাঠে অবস্থানের ঘোষণা আওয়ামী লীগের আর দেশের পট পরিবর্তনের মাধ্যমে নিজেদের দাবি আদায়ে মহাসমাবেশে অংশ নেবে বিএনপি।
দুই দলের সমাবেশকে ঘিরে ঢাকায় সবচেয়ে কাছের জেলা ও দেশের যেকোন আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জেলা নারায়ণগঞ্জকে বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় নেতারা ২৮ অক্টোবরকে ঘিরে দুই দলের নেতাদের দফায় দফায় নিয়মিত নির্দেশনা দিচ্ছেন।
জানা যায়, ২৮ অক্টোবরের শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ সমাগমের কেন্দ্রীয় নির্দেশনা মেনে বাস ট্রাক ট্রেনে করে নেতাকর্মীদের ঢাকায় নেয়া হবে।
ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে এ লক্ষ্যে বিশেষ ট্রেন বরাদ্দের জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ঢাকার সাথে নারায়ণগঞ্জে ঢাকার প্রবেশ পথগুলোতেও অবস্থানের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি রয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু, ৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এ লক্ষ্যে নিজেদের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। দলের সংসদ সদস্যরা সকলেই হাজার হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে ঢাকায় যাবেন এদিন। তাদের ঘোষণায় কেন্দ্রের প্রত্যাশা কয়েক লাখ লোক শুধুমাত্র নারায়ণগঞ্জ থেকেই এদিন ঢাকায় অবস্থান নেবে।
নেতারা জানান, যেকোন উপায়ে নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে। এগুলো তো গেল শুধু সংসদ সদস্যদের হিসাব। এ ছাড়াও নারায়ণগঞ্জের আওয়ামী লীগের বিভিন্ন পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বাররা সকলেই হাজার হাজার নেতাকর্মী নিয়ে আলাদা আলাদা শোডাউন দেবে সেদিন।
নেতারা আরো জানান, জনপ্রতিনিধি ছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এদিন নেতারা হাজার হাজার নেতাকর্মীর শোডাউন দেবে। একই সাঙ্গে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতারাও ২৮ অক্টোবর নিজেদের শক্তির জানান দেবে।