দলীয়ভাবে দ্বিতীয়বার ক্ষমা পাওয়ার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুরের যেকোনো আসনে এমপি পদে দাঁড়াতে চান। তাকে মনোনয়ন দিলে তিনি গাজীপুরের পাঁচটি আসনেই নৌকা প্রতীককে বিজয়ী করতে সক্ষম বলে দাবি করেছেন। নিজ বাসায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেছেন।
জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ আমাকে ক্ষমা করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।
আমাকে যদি রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, তবে আমি প্রথমেই ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙব। যারা আমেরিকা, ইউরোপসহ বিদেশে টাকা পাচার করছেন, তাদের সম্পর্কে আমরা নিজেরা খোঁজখবর রাখছি। কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ছাড়াও গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে যেকোনো আসনে তাকে মনোনয়ন দিলে তিনি পাঁচটি আসনকেই বিজয়ী করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
গাজীপুরবাসী তাকে চেনেন উল্লেখ করে তিনি বলেন, এখন সুসময়। গাজীপুরবাসী কিভাবে ভোট দিতে হয়, কিভাবে ভোট রক্ষা করতে হয় তা জানেন।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আগামী ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে নতুন চমক দেখাবেন বলে জানিয়ে জাহাঙ্গীর বলেন, হাজার হাজার গাড়ি নিয়ে তিনি ঢাকায় যাবেন, আর দেখাবেন নতুন চমক।
জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির দ্বিতীয় নির্বাচনের নির্বাচিত মেয়র।
একটি কথিত বক্তব্যকে কেন্দ্র করে একাধারে দুইবার দল থেকে বহিষ্কার হয়ে দুইবারই ক্ষমা পান। বর্তমানে তিনি তার মা গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। দ্বিতীয়বার ক্ষমা পাওয়ার পর জাহাঙ্গীর আলম তার মাকে নিয়ে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন।