কলকাতায় আগামীকাল বিশ্বকাপের প্রথম ম্যাচ। আর সেটি বাংলাদেশের। নেদারল্যান্ডসের বিপক্ষে এ ম্যাচের আগে বড় ঘটনা ছিল সাকিব আল হাসানের হঠাৎ ঢাকায় ফিরে আসা। কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিংয়ে ব্যাপারে পরামর্শ নিতেই তিনি এসেছিলেন। দল যখন কলকাতায়, তখন সাকিবের ঢাকায় এসে ব্যাটিং অনুশীলন করাটা ব্যাপক আলোচনার জন্মই দিয়েছে। হয়েছে নানা জল্পনা-কল্পনাও। আজ কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলতে হলো তাসকিন আহমেদকে।
ব্যাপারটা কতটা নিয়মের মধ্যে থেকে? কতটা প্রয়োজনীয় ছিল? সাকিব অধিনায়ক বলেই কি বাড়তি সুবিধাটা পেলেন? এমন প্রশ্নের উত্তরে তাসকিন বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাঁদের অনুমতি নিয়েই সাকিব ভাই ঢাকায় গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাঁকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। তিনি ক্রিকেটীয় কারণেই গিয়েছিলেন। অন্য কিছু না। তিনি ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন।