জমায়েত ইসলামীর নতুন নির্দেশনা

0
57

পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি মিলেছে বলে দাবি করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এমন দাবি করে তারা পূর্বঘোষিত সমাবেশস্থল মতিঝিলে মাইক লাগানোর কাজ শুরু করেছেন।আরামবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা। দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। পুলিশের সামনেই জামায়াত নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেখা যায়।শনিবার (২৮ অক্টোবর) দলটির ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন গণমাধ্যমকে এ তথ্য জানান। অন্যদিকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল আরামবাগ আল হেলাল পুলিশ বক্সে আলোচনার জন্য প্রবেশ করেছেন। সেখানে ডিএমপির জয়েন্ট কমিশনার লিটন কুমার সাহার সঙ্গে বৈঠকে বসেছেন তারা।

মতিঝিলের আশপাশে জড়ো হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা, অপেক্ষা অনুমতির

এর আগে, দলটির অর্ধশতাধিক নেতাকর্মী জড়ো হন শাপলা চত্বরের দক্ষিণ পাশে। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের সরিয়ে দেয়। তারা একটু দূরে গলিতে অবস্থান নেন। তবে কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি। বেশ শান্তিপূর্ণভাবেই মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় জামায়াতের নেতাকর্মীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here