বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে আদালত প্রাঙ্গণে হাজির হয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
রোববার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছান।
এ সময় গারদের সামনে রাহাত আরা বেগমকে আটকে দেন উপস্থিত পুলিশ সদস্যরা। তারা জানান, জানান স্বামীর সঙ্গে দেখা করতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগবে। এরপর প্রায় পাঁচ মিনিট গারদের সামনে দাঁড়িয়ে থাকেন রাহাত আরা বেগম। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আমি অসুস্থ। আমার সঙ্গে কেন এমন হচ্ছে। আমাকে হয়রানি করার কোনো মানে হয় না।
প্রায় ১৩ মিনিট অপেক্ষার পর স্বামী মির্জা ফখরুলের সঙ্গে দেখা করতে না পেরে রাহাত আরা বেগম আদালত প্রাঙ্গণ থেকে চলে যান।