নরসিংদীর পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে আগুন লেগেছে। রোববার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার এটি।
এরই মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে গেছে বেশ কয়েকটি দোকান। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বাবুরহাটের কাপড় পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে রাত ১১টা ১৭ মিনিটি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ১১টা ২৫ মিনিটে। আগুন নেভাতে কাজ করছে মোট ৯টি ইউনিট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি