উত্তরায় জামায়াতের অবরোধ, পুলিশের ধাওয়া

0
55

রাজধানীর উত্তরায় সড়ক ও রেলপথে অবরোধ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কসাইবাড়ী রেললাইন অবরোধ করে জামায়াতের নেতকর্মীরা। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটের সামনে সকাল সোয়া ৭টায় রাস্তায় আগুন লাগিয়ে অবরোধের চেষ্টা করা হয়। পরে পুলিশ ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

কসাইবাড়ী রেললাইন অবরোধের সময় জামায়াতে ইসলামীর কার্যকরী সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সরকারের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না। জনগণ দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, আজকের অবরোধ বিনাভোটের সরকারের পদত্যাগের দাবিতে। আজকের অবরোধ গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ। সরকারকে অবিলম্বে গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করতে হবে। না হলে, পরিণতি শুভ হবে না।

রেললাইন অবরোধ ও রাস্তায় আগুনের বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উত্তরা পূর্ব থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here