মার্কিন প্রসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়া আরেফি যুক্তরাষ্ট্র সরকারের কেউ নন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।
মার্কিন সরকারকে বিব্রত করার জন্য ওয়াশিংটন আরেফি বা তার সাথে সম্পৃক্ত বিএনপি নেতাদের বিরূদ্ধে ব্যবস্থা নেবে কিনা-এই প্রশ্নে মিলার বলেন, মার্কিন দূতাবাস যা বলেছে তা পুনর্ব্যক্ত করা ছাড়া এই ব্যক্তির কার্যক্রম বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না। বাংলাদেশের নির্বাচন ইস্যুতেও আমাদের অবস্থান স্পষ্ট। আমরা আগে যা বলেছি, আবারও বলছি, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সকলের। সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ সবার দায়িত্ব। বাংলাদেশের জনগণ নিজেদের জন্য যা চায় যুক্তরাষ্ট্রও তাই চায়।
এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি মিলার।
এছাড়া এসময় উঠে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল শুরু হওয়া মৈত্রী এক্সপ্রেসে বিএনপির হামলার অভিযোগের প্রসঙ্গ। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপিকে সহিংসতা ছেড়ে নির্বাচনে অংশ নিতে বলবে কি না জানতে চাইলে, আবারও বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথাই বলেন- মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র।