মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মলিনা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
শনিবার (৪ নভেম্বর) বিকেলের দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মলিনা বেগম পটুয়াখালী সদর উপজেলার ঠেংগা গ্রামের মৃত্যু জালালুদ্দিন শিকদারের স্ত্রী।
জানা গেছে, শনিবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা মলিনা বেগম নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাসে থাকা ১২ জন যাত্রী ও ট্রাক চালক আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তাদের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেয়।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ।