চট্টগ্রামে বিএনপির ডাকা হরতাল ঠেকাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ২ হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করেছেন। অবরোধ ও হরতালের প্রতিবাদে মাঠে কাজ করা দলীয় নেতাকর্মীদের মাঝে ওই বিরিয়ানি বিতরণ করা হয়।
আজ রবিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা সদরের সংলগ্ন গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে বিরিয়ানি বিতরণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে বিরিয়ানি নিতে আসা নেতাকর্মীর চাপে উপজেলা সদরে যানজটের সৃষ্টি হয়।
বিরিয়ানি বিতরণ করা নেতা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপি।
স্থানীয়রা জানান, চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাঁশখালীতে অবরোধ ও হরতালের ডাক থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। নগরীর অফিস-আদালতের কাজও স্বাভাবিক ছিল।
এরপর নেতাকর্মীদের উজ্জীবিত করতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুজিবুর রহমান বিরিয়ানি বিতরণ করেন। বাঁশখালী উপজেলা সদরের সংলগ্ন গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে দুই হাজারের বেশি মানুষের মাঝে বিরিয়ানি বিলি করা হয়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের বিশ্বনন্দিত প্রত্যাশাকে যারা হরতাল ও অবরোধ দিয়ে ভুলুণ্ঠিত করার চেষ্টা করবে জাতি তাদের চিরতরে নির্মুল করে দেবে।
বাঁশখালী সদরে একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, আওয়ামী লীগ নেতা শাহাদাত ফারুকসহ অনেকে।