শচীনের সর্বোচ্চ সেঞ্চুরি ছুঁয়ে জন্মদিন রাঙালেন বিরাট কোহলি

0
61

৩৫ বছর শেষ করে রোববার ৩৬-এ পা দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এদিন বিশ্বকাপের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়ে নিজের জন্মদিনটা স্মরণ করে রাখলেন কোহলি। ইনিংসের ৪৮ দশমিক ৩ ওভারে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে সিঙ্গেল নিয়ে পৌঁছে যান রেকর্ডবুকে।

সেঞ্চুরির পাশাপাশি এদিন একটি রেকর্ডে ‘গ্রেট’ শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন কোহলি। এতোদিন ওডিআইতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন শচীন। তার সেঞ্চুরি সংখ্যা ৪৯টি। প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে শচীনের ৪৯টি সেঞ্চুরি ছুঁয়েছেন কোহলি। আর একটি সেঞ্চুরি পেলে ছাড়িয়ে যাবেন শচীনকে। পাশাপাশি প্রথম ব্যাটার হিসেবে ওডিআইতে সেঞ্চুরির হাফসেঞ্চুরি’র রেকর্ড গড়বেন তিনি।

কলকাতায় রোববার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেন ওপেনার রোহিত শর্মা। মাত্র ৪ দশমিক ৩ ওভারেই দলীয় অর্ধশতক পূর্ণ করে ভারত। রোহিত শর্মা যখন বিদায় নেন তখন ভারতের ইনিংস ৫ দশমিক ৫ বলের। রান ৬২! এর পরই ক্রিজে আসেন বার্থ ডে বয় কোহলি।

তবে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলেন কোহলি। শুরুর ঝড় থামিয়ে ম্যাচে ফেরে প্রোটিয়ারা। ধীরগতিতে ব্যাটিং করে তুলে নেন অর্ধশতক। আর সেঞ্চুরি তুলে নিতে খেলেন ১১৯ বল। মারেন ১০টি চার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here