চলতি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি শুরু হবে একটু পর। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের জন্য পুরোপুরি ফিট না থাকায় খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের।
তার জায়গায় একাদশে তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছেন তিনি। বুক ভরা আশা নিয়েই বিশ্বকাপ খেলতে ভারত যায় বাংলাদেশ। দলের প্রত্যাশা ছিল অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত খেলা। আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনাও করে সাকিব আল হাসানের দল। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ : লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।