জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক মারা গেছেন। আজ শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুজা উদ্দিন তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অধ্যাপক ইমদাদুল হক ক্যানসারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি উন্নত চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২০২১ সালের ১ জুন চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ পান অধ্যাপক ইমদাদুল হক। তিনি একজন বাংলাদেশি উদ্ভিদবিজ্ঞানী।
পাবনায় জন্ম নেওয়া অধ্যাপক ইমদাদুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএসসি এবং ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।