শেষ হয়েছে বাংলাদেশের দেড় মাসের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে রোববার (১২ নভেম্বর) দেশে ফিরবেন ক্রিকেটাররা।
বিসিবি সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড বিমানে রোববার সকাল ৯টা নাগাদ দেশে পৌঁছাবেন ক্রিকেটার। এদিন ভোরে পুনে থেকে দেশে ফেরার বিমান ধরবেন রিয়াদ-মুশফিকরা।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বড় স্বপ্ন নিয়ে ভারতের গৌহাটি গিয়েছিল সাকিব আল হাসানের দল। শেষ চারের স্বপ্ন নিয়ে পাড়ি জমালেও খুব একটা ভালো বিশ্বকাপ কাটেনি বাংলাদেশের।
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর বিশ্বকাপে টানা ছয় হার দেখেছে লাল-সবুজেরা। এরপর শেষ ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা জাগিয়ে রেখেছে সাকিব বাহিনী। তবে শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে সেই আশায় কিছুটা পানি ঢেলেছে টাইগাররা।
গ্রুপপর্বে শেষ ম্যাচে খেলতে নামবে ভারত ও নেদারল্যান্ডস। ওই ম্যাচে ডাচরা হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে টাইগার শিবিরের।