বিএনপির ডাকা চতুর্থ দফার ৪৮ ঘন্টার অবরোধের আগেই দেশের কয়েক জেলায় মশাল মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রামে হাটহাজারীতে মশাল মিছিল বের করে ছাত্রদল। উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে এ মিছিলে অংশ নেয় বিভিন্ন ইউনিয়টের কর্মীরা। তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী জানায়। পরে চট্টগ্রাম -রাঙামাটি মহাসড়কের বেশকিছু এলাকা প্রদক্ষিণ করে তারা।
মুন্সিগঞ্জ ঝটিকা মশাল মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। রাত ৮ টার দিকে শহরের দূর্গাবাড়ি এলাকায় ওই মশাল মিছিল বের হয়। মিছিলটি দূর্গাবাড়ি এলাকা থেকে মুন্সিগঞ্জ-মুক্তারপুর সড়কের সামনে গিয়ে শেষ হয়। পরে একসাথে জড়ো হয়ে মশাল ফেলে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে সরে যায় তারা।
এদিকে, ঝটিকা মিছিল হয় হবিগঞ্জে। রাতে শহরে হঠাৎ মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিছু সময় তারা সড়কে অবস্থান করে এবং অবরোধের সমর্থনে স্লোগান দেয়। এছাড়া, ফেনীতেও অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়।