এ বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘কিল হিম’। মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবিতে আরো অভিনয় করেছিলেন রুবেল, মিশা সওদাগর। এবার ‘কিল হিম’-এর সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন ইকবাল। এরই মধ্যে শেষ হয়েছে গল্প লেখার কাজ।
সেটি অনন্ত জলিলকে শুনিয়েছেনও। সব ঠিক থাকলে জানুয়ারি থেকে শুটিং শুরু করবেন।
ইকবাল বলেন, অনন্ত ভাই আমার প্রথম পরিচালনাতেই মুগ্ধ হয়েছেন। সে কারণে আবারও ছবি নির্মাণের দায়িত্ব দিয়েছেন।
আমি তাঁর এই বিশ্বাস রাখতে চাই। আগামী বছর কোরবানির ঈদে ‘কিল হিম ২’ মুক্তি দেব। যেকোনো ছবির সঙ্গে প্রতিযোগিতা করার চ্যালেঞ্জও দিচ্ছি। আশা করছি গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।