আগে নেন বাসা ভাড়া, পরে করেন চুরি

0
68

মো. রনো মিয়া (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। ফরিদপুর জেলার সদরপুর থানার পশ্চিম শ্যামপুর গ্রামের আবদুল মান্নান কাজীর ছেলে তিনি।

শনিবার (১১ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি বাসা ভাড়া নিয়ে রাত যাপন করে পর দিনই চুরি করে রনো।

পুলিশ জানায়, রুবেল ফকির সাবলেট ভাড়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে গত ৭ নভেম্বর রুম ভাড়া নিতে আসেন রনো। রুম পছন্দ হয়েছে উল্লেখ করে তিনি রাতে সেখানেই থেকে যান। তার কাছে জাতীয় পরিচয়পত্র চাইলে তিনি সকালে দেবেন বলে জানিয়ে দেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখেন রনো নেই। সেখানে টেবিলে থাকা তার মোবাইল, নগদ ৫০ হাজার টাকা এবং অন্যান্য আরও মূল্যবান জিনিসপত্রও নেই। বাইরে থেকে রুম বন্ধ করে রনো পালিয়ে গেছেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহসিন বলেন, এই ঘটনায় থানায় মামলা করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিরপুরের ৬০ ফিট থেকে রনোকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা মোবাইল ও অন্যান্য মালামাল সাভার থেকে উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here