বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন কোহলি

0
105

রাচিন রবীন্দ্রর স্টাম্পের ওপর করা ডেলিভারি লং অনে ঠেলে এক রান নিলেন ভিরাট কোহলি। বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো ছুঁলেন পঞ্চাশ।

এর পাশাপাশি দারুণ ছন্দে থাকা বিশ্বকাপে নতুন রেকর্ডও গড়লেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে খেললেন ৮টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

২০০৩ সালে এক সেঞ্চুরির সঙ্গে ছয়টি ফিফটি করেন সাচিন টেন্ডুলকার। গত আসরে দুই সেঞ্চুরির পাশাপাশি সাকিব আল হাসান খেলেন পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

এবার দশ ম্যাচে দুইটি সেঞ্চুরি ছাড়াও কোহলির ফিফটির সংখ্যা ছয়টি।

৪ চারে ৫৯ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ইনিংসে ষষ্ঠ রান নেওয়ার সময় প্রথমবার বিশ্বকাপের এক আসরে ৬শ রানও পূর্ণ করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here