ডিবি কার্যালয়ে লুবাবা

0
65

শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয় সিমরিন লুবাবা। এ ছাড়া আরেকটি বড় পরিচয় হলো প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সে। নানা কিছুতে সোশ্যাল মিডিয়ায় সরব এই শিশুশিল্পী সম্প্রতি মারাত্মকভাবে ট্রলের শিকার হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে তার পরিবার জানিয়েছিল, ট্রলকারীদের শিগগিরই আইনের মুখোমুখি করা হবে। এমন হুঁশিয়ারির রেশ থাকতে থাকতেই বুধবার (১৫ নভেম্বর) মাকে নিয়ে ডিবি কার্যালয়ে হাজির হন লুবাবা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডিবি কার্যালয়ে যাওয়ার বেশ কিছু ছবি শেয়ার করেছে লুবাবা। যেখানে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছে এই শিশুশিল্পী। সঙ্গে রয়েছে তার মা জাহিদা ইসলাম জেমিসহ আরও এক-দু’জন। 

আইনি পদক্ষেপ নিতেই কি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন? লুবাবার মায়ের কাছে এই প্রশ্ন রাখলে তিনি বললেন, না, তেমন কিছু না। এমনিতেই গিয়েছিলাম।

কোনো প্রয়োজন ছাড়া এমনিতে কেউ কি ডিবি কার্যালয়ে যান, এই কথার প্রেক্ষিতে জাহিদা ইসলাম জেমি বললেন, আসলে ওইদিকে একটু কাজ ছিল। ডিবি কার্যালয়ের পাশ দিয়েই যাচ্ছিলাম আমরা। হারুন ভাই আমাদের ফ্যামিলির মতো। যে কারণে লুবাবাকে নিয়ে ঘুরে এসেছি। আইনি কোনো বিষয়ে কথা হয়নি।

প্রসঙ্গত, ট্রলের পাশাপাশি নেটমাধ্যমে লুবাবার নামে রয়েছে একের পর এক ফেক অ্যাকাউন্ট। এসব নিয়েও বিপাকে রয়েছে পরিবার। ক’দিন আগে লুবাবার মা জানিয়েছিলেন, হাঁটাচলা কিংবা স্কুলেও বুলিংয়ের শিকার হচ্ছে লুবাবা। যে কারণে শোবিজ থেকে মেয়েকে সরিয়ে নেবেন বলে জানিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here