চট্টগ্রামেও পুড়লো বাস

0
52

চট্টগ্রামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টা নাগাদ জেলার চাঁন্দগাও এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, রাজধানীতেও দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে আজ। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকার আগারগাঁওয়ের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে গুলিস্তানে ফ্লাইওভারের কাছে যাত্রাবাহী আরও একটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশ সদস্য বক্সে ডিউটি পালন করছিলেন বলে জানা গেছে। এছাড়া ওইদিন রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে সারাদেশের ১১ জায়গায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার মধ্যে ১১টি স্থানে অগ্নিসংযোগের তথ্য জানায় ফায়ারসার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের বিবৃতিতে জানানো হয়, এসব আগুনের ঘটনার মধ্যে ঢাকা মহানগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা শূন্য। মহানগরীর বাইরে ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগে (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি ও সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব অগ্নিকাণ্ডে ২টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও ১টি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২১টি ইউনিট ও ১১৬ জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here