পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

0
53

৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করেছে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টায় শহরের কানছগাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়কের কানছগাড়ি মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় টায়ার জ্বালিয়ে ও রোড ডিভাইডার সড়কে ফেলে তারা বিক্ষোভ করতে থাকে। সেখানে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দলটির নেতাকর্মীরা পালিয়ে যায়৷

পরে পুলিশ টায়ারের আগুন নিভিয়ে ও সড়ক থেকে রোড ডিভাইডার সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে শহরের বটতলা মোড়ে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে আর পিটিআই মোড়ে সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, সড়কে আগুন জ্বালিয়ে কাউকে জনগণের যানমালের ক্ষতি করতে দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here